বিপিএলে প্রথম ম্যাচে মাশরাফির খেলা নিয়ে শঙ্কা
বঙ্গবন্ধু বিপিএল ২০২২ আসরের পর্দা উঠছে শুক্রবার (২১ জানুয়ারি)। মিরপুরের ফ্ল্যাড লাইটের আলোতে উদ্বোধনী দিনে মুখোমুখি হবে মাহমুদউল্লাহ রিয়াদের মিনিস্টার ঢাকা ও খুলনা টাইগার্স।তবে এই ম্যাচে খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে সাবেক ওডিআই কাপ্তান মাশরাফি বিন মর্তুজার। হাতে চোটের কারণে প্রথম ম্যাচে অনিশ্চিত রয়েছেন মাশরাফি বিন মর্তুজা।
দলটির ফিজিও এনামুল হক জানান,"কোনোরকম ঝুঁকি নিতে চান না তারা। এখনো হাতে দুটি দিন রয়েছে। দুই দিনে মাশরাফির হাতের চোট উন্নতি হলে বিবেচনা করা যেতে পারে। তবে ব্যাথা না কমলে প্রথম ম্যাচে দেখা নাও যেতে পারে তাকে"
দীর্ঘদিন মাঠের বাইরে রয়েছেন মাশরাফি বিন মর্তুজা। সর্বশেষ দেশের মাঠিতে গেলো বছর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে খুলনার হয়ে চার ম্যাচ খেলে নিয়েছিলেন ৭ উইকেট। মঙ্গলবার বিপিএল কে সামনে রেখে অনুশীলনে যোগ দেন মাশরাফি। অনুশীলনেই হ্যামস্ট্রিংয়ের ইঞ্জুরির ব্যাথা ধরা পড়ে।