টি-২০ অলরাউন্ডার র্যাংকিংয়ে শীর্ষে সাকিব
ফের আইসিসির টি-২০র অলরাউন্ডার র্যাংকিংয়ে আফগানিস্তানের মোহাম্মদ নাবীকে পিছনে ফেকে শীর্ষে উঠলে আসলো টাইগার সাকিব আল হাসান। গত অস্ট্রেলিয়াকে হোম সিরিজে ৪-১ ব্যবধানে হারানোর বড় কারিগর এই অলরাউন্ডার। ৫ ম্যাচ সিরিজে স্বীকার করেন ৭ উইকেট। ব্যাট হাতেও দলের ভরসার পাত্র ছিলেন তিনি। এতে করে ২৮৬ রেটিং নিয়ে শীর্ষস্থান দখল করেন সাকিব।
এক পয়েন্ট কমে ২৮৫ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে আছে মোহাম্মদ নাবী। আইসিসির টেস্ট র্যাংকিংয়েও ঘটেছে পরিবর্তন। টি-২০ বোলিং র্যাংকিংয়ে মুস্তাফিজুর রহমান আছে দশম স্থানে। পাশাপাশি বাংলাদেশের সাইফুদ্দিন আছেন ৪৩ তম স্থানে এবং নবাগত নাসুম আহমেদ ৬৬ তম স্থানে রয়েছেন। এছাড়া ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে টপকে আইসিসির টেস্ট ব্যাটিং র্যাংকিংয়ের চার উঠে এসেছে ইংল্যান্ডের জো রুট। তার রেটিং পয়েন্ট ৮৪৬। ৯০১ পয়েন্ট নিয়ে টেস্ট ব্যাটিং র্যাংকিংয়ের একে অবস্থান করছে কেন উইলিয়ামসন।
অন্যদিকে টেস্ট বোলিং র্যাংকিংয়ের সেরা দশে আবারো প্রবেশ করলেন ভারতের ফাস্ট বোলার জাসপ্রিত বুমরাহ। গত মার্চের পর তিনি সেরা দশ থেকে বের হওয়ার পর তিনি আর সেরা দশে ঢুকতে পারেন নি। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচে ১১০ রানে বিনিময়ে ৯ উইকেট নেওয়ার ফলেই সেরা দশে প্রবেশ করেন বুমরাহ। ইংল্যান্ডের জেমস এন্ডারসনেরও অবস্থানের উন্নতি ঘটেছে। তার বর্তমান অবস্থান সপ্তম।