নেতানিয়াহুর বাসস্থানে হিজবুল্লাহর ড্রোন হামলা ।
দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
শনিবার (১৯ অক্টোবর) ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর কেসারিয়াতে নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে নেতানিয়াহুর দপ্তর এই হামলার ঘটনা নিশ্চিত করেছে।
সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, হামলার সময় নেতানিয়াহু ওই ভবনে ছিলেন না এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি
।শনিবার ভোরের দিকের উপকূলীয় শহর কেসারিয়া লক্ষ্য করে তিনটি ড্রোনের মাধ্যমে হামলা চালায় হিজবুল্লাহ। এর মধ্যে দুইটি প্রতিহত করা গেলেও একটি ভবনে আঘাত হেনেছে।