আইসিসির মাসের সেরা খেলোয়ারের লড়াইয়ে মুশফিক!

আইসিসির মাসের সেরা খেলোয়ারের লড়াইয়ে মুশফিক!

আইসিসি এর ওয়েবসাইটে মে মাসের প্লেয়ার অব দ্যা মান্থ এর জন্য মনোনীত করা হয়েছে মুশফিকুর রহিম কে। আরো দুজন ক্রিকেটার তার সাথে এই তালিকায় রয়েছে। পাকিস্তানি পেসার হাসান আলী ও শ্রীলঙ্কান ক্রিকেটার প্রাভিন জয়াবিক্রমা হচ্ছেন সেই দুজন। দর্শকদের ভোটে তাদের ৩ জন থেকে একজন নির্বাচিত হবেন প্লেয়ার অব দ্যা মান্থ।আইসিসি এর অফিসিয়াল ফেইসবুক পেইজ এ এই ভোটের জন্য লিংক আপলোড করা হয়েছে।

চলতি বছরের শুরু থেকে আইসিসি তাদের সিদ্ধান্ত অনুযায়ী মাসের সেরা খেলোয়ার বাছাই এবং পুরস্কৃত করে আসছে। আইসিসির তৈরীকৃত এই তালিকায় প্রথম চার মাস বাংলাদেশের কারোর নাম না থাকলেও গত মে মাসে শ্রীলংকার বিরুদ্ধে অসাধারন পার্ফরমেন্সের ভিত্তিতে মুশফিকুর রহিম এই তালিকায় অন্তর্ভুক্ত হন। মনোনয়নে থাকা ৩ জন ক্রিকেটার দের মধ্যে যেকোনো একজন কে বেছে নেওয়া হবে এবং মে মাসে সেরা খেলোয়ার হিসেবে স্বিকৃতি দেওয়া হবে।

মে মাসে মুশফিকুর রহিম ১ টি টেস্ট এবং ৩ টি ওয়ান্ডে ম্যাচ খেলেছেন। ৩ টি ম্যাচই খেলেছেন তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে। শ্রীলঙ্কার বিরুদ্ধে দেশের মাটিতে প্রথমবারের মতো বাংলাদেশকে ওয়ানডে সিরিজ জয় এনে দেওয়ায় মুশফিক বড় ভূমিকা রেখেছেন। সিরিজের ২য় ওয়ানডেতে মুশফিক সেঞ্চুরি করেন এবং ১২৫ রানের অসাধারন ইনিংস খেলেন । ঘরের মাটিতে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩ ম্যাচে মুশফিক মোট করেছেন ২৩৭ রান।

এছাড়া বাকি দুই মনোনীতদের মধ্যে হাসান আলী জিম্বাবুয়ের বিপক্ষে দু’টি টেস্ট খেলে ১৪ উইকেট তুলে নেন। জয়াবিক্রমা বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট খেলে তুলে নেন ১১টি উইকেট, যা ছিল কোনো অভিষিক্ত কোনো শ্রীলঙ্কান বোলারের সেরা পারফরমেন্স। মে মাসে ‘আইসিসি সেরা খেলোয়াড় (নারী)’ এর জন্য মনোনীত হয়েছেন স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রাইস, আয়ারল্যান্ডের গ্যাবি লুইস ও লিয়াহ পল।