হঠাৎ হার্ট অ্যাটাক হলে কী করবেন?
হার্ট অ্যাটাক হলে কী করবেন?
হার্ট অ্যাটাকের লক্ষণ-
১। বুকে ক্রমাগত ব্যথা ছড়িয়ে পড়তে পারে। চোয়াল, কাঁধ, দাঁত, গলা, হাতে।
২। হঠাত্ পালস রেট খুব বেড়ে যাওয়া। একেবারে কমে যাওয়।,
অতিরিক্ত ঘাম
৪। বুকে মাঝখানে অস্বস্তিকর চাপ অনুভব করা।
৫। শ্বাস ছোট হয়ে আসা।
৬। মাথা ঘোরা, জ্ঞান হারানো।
৭। বমি বমি ভাব।
এই অবস্থায় যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিয়ে যাওয়া। অ্যাম্বুলেন্স কল করুন বা ডাক্তারকে ফোন করুন। বাড়িতে নিজের গাড়ি থাকলে নিজেরাও নিয়ে যেতে পারেন। খেয়াল রাখবেন যেন রোগীর সঙ্গে সারাক্ষণ কেউ থাকে।
এই সময় রোগী শক পেতে পারেন। জীবনের ঝুঁকি রয়েছে বুঝতে পারলে শক পাওয়া খুব স্বাভাবিক।
শ্বাস, পালস রেট ও রোগী কেমন সাড়া দিচ্ছেন তা চেক করতে থাকুন।
রোগী যদি অজ্ঞান হয়ে যায় তবে সিপিআর-এর সাহায্য নিন।