ছুঁয়ে দিলে মন এর শিশু শিল্পী রাইসা অর্পার।
রাইসা অর্পার শুরুটা হয়েছিলো শিশু শিল্পী হিসেবে। করেছেন সিনেমা,নাটক এবং মডেলিং। মায়ের স্বপ্ন এবং ইচ্ছার জন্যই কাজ করা শুরু হয় মিডিয়াতে।শিহাব শাহীনের সিনেমা 'ছুঁয়ে দিলে মন' দর্শকদের মাঝে জনপ্রিয় হয়েছিলো। সিনেমায় আরেফিন শুভ'র বিপরীতে ছিলেন জাকিয়া বারি মম। সিনেমাটিতে জাকিয়া বারি মম'র ছোট বেলার চরিত্রটিতে অভিনয় করে বেশ আলোচনায় এসেছিলো রাইসা অর্পা। এছাড়া বায়োস্কোপ অরিজিনালস এর 'দ্বিতীয় কৈশর' ওয়েব ফিল্মটিতে বেশ সাড়া পায় তিনি।
রাইসা'র জন্ম ঢাকায়। শৈশবের প্রায় পুরো সময়ই কাটে ঢাকাতে। এখানেই তার বড় হওয়া। বাবা, মা, বড় ভাইকে নিয়ে তার ছোট্ট পরিবার। সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি, ঢাকা ইম্পেরিয়াল কলেজ থেকে এইচ.এস.সি এবং বর্তমানে বিশ্ববিদ্যালয়ে এডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
ডেইলি টাইমস নিউজ কথা বলে রাইসা অর্পা'র সাথে। তার সাথে কিছুক্ষণ চলে প্রশ্ন উত্তর-
ডেইলি টাইমস নিউজঃ বর্তমানে কি কি পেশার সাথে আছেন?
রাইসা অর্পাঃ পড়াশোনা চলছে, ক্যামেরার সামনে ও পেছনে দুই জায়গাতেই কাজ করেছি। ইচ্ছা এবং অনুভব থেকে করা।
ডেইলি টাইমস নিউজঃ অবসরে কি করতে ভালোবাসেন?
রাইসা অর্পাঃ সিনেমা, ওয়েবসিরিজ দেখা হয় খুব বেশি আর প্রচুর বই পড়া হয়। আঁকি-ঝুঁকি করার চেষ্টা করি।
ডেইলি টাইমস নিউজঃ অফিশিয়ালি আপনার প্রথম কাজ কোনটি এবং কাজটায় আপনার অনুভূতি কেমন ছিলো?
রাইসা অর্পাঃ প্রথম কাজটি আসলে ঠিক মনে নেই, কিন্তু খুবই ভালো লাগতেছিল। খুব ছোট ছিলাম বুঝতাম না তেমন কিছু কিন্তু ক্যামেরার সামনে জড়তা কক্ষনো কাজ করে নি বলে অভিজ্ঞতা খুব ভালো ছিল।
ডেইলি টাইমস নিউজঃ অভিনয়ের প্রতি আগ্রহ কিভাবে জন্ম নেয়?
রাইসা অর্পাঃ অভিনয় আসলে আমার আগ্রহ থেকে শুরু না। আম্মুর ইচ্ছা থেকে অভিনয়ের শুরু হয়। যেহেতু আমার খুব অল্প বয়সে কাজ করা হয়, কাজ করতে করতে তার প্রতি ভালোবাসা সৃষ্টি হয়।
ডেইলি টাইমস নিউজঃ আপনার আইডল কে?
রাইসা অর্পাঃ আসলে কখনো একজন মানুষকে আইডল হিসেবে অনুসরণ করা টা আমার কাছে ভুল মনে হয়। প্রত্যেকটা কাজের জন্য একেকজন আইডল থাকা উচিত। যেমন লেখা পড়ার ক্ষেত্রে একজন, কাজের ক্ষেত্রে একজন এইরকম।
ডেইলি টাইমস নিউজঃ মিডিয়ায় কাজ করবেন বলে ঠিক করার পর পরিবার কেমন সাপোর্ট করে আপনাকে?
রাইসা অর্পাঃ যেহেতু শুরুটা আমার অনেক ছোট বেলায় তাই আম্মু আব্বুরই ইচ্ছা বেশি ছিল। তারাই ঠিক করে আমাকে নাচ শেখাবে আর মিডিয়ায় কাজ করতে দিবে। এখনো সম্পূর্ণ সাপোর্ট পাই, দেখা যায় আমার কাজ নিয়ে আমার থেকে বেশি তারা আগ্রহী থাকেন।
ডেইলি টাইমস নিউজঃ এখন পর্যন্ত আপনার কাছে আপনার করা সেরা কাজ কোনটি এবং কেনো?
রাইসা অর্পাঃ আমি আমার সব কাজকে সমান ভাবে দেখি । তাই কোনটা সেরা কোনটা সেরা না, এটা বলা আসলে আমার জন্য কঠিন।।
ডেইলি টাইমস নিউজঃ শৈশবের একটা মূহুর্ত যা কখনো ভুলবেন না।
রাইসা অর্পাঃ শৈশবের এত এত মুহূর্ত। ভালো আর খারাপ কোনোটাই কখনো ভুলার মত না।
ডেইলি টাইমস নিউজঃ বর্তমান ব্যস্ততা কি নিয়ে যাচ্ছে?
রাইসা অর্পাঃ এখন লেখাপড়া নিয়ে খুব ব্যস্ত সময় কাটাচ্ছি কারণ সামনে আমার ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা হবে। আবার টুকটাক কাজ করে যাচ্ছি , কিছু কাজ নিয়ে কথাও হচ্ছে।
ডেইলি টাইমস নিউজঃ আপনার পছন্দের সিনেমা নির্মাতা কে?
রাইসা অর্পাঃ ডেভিড ফিঞ্চার আমার পছন্দের নির্মাতা বলা যায়। তার সিনেমা ভালো লাগে আমার।
ডেইলি টাইমস নিউজঃ সিনেমায় আবার ফিরছেন কবে?
রাইসা অর্পাঃ সিনেমার ব্যাপারে আপাতত বলতে পারছি না। হয়তো খুব শীঘ্রই ফিরবো কাজে।
ডেইলি টাইমস নিউজঃ আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি?
রাইসা অর্পাঃ আপাতত পড়াশুনা নিয়ে ব্যস্ত আছি। হয়তো সঠিক সিদ্ধান্ত নিতে পারবো ভার্সিটি তে উঠে, সঠিক ক্যারিয়ার বাছাই হয়তো তখনই করতে পারবো।
ডেইলি টাইমস নিউজঃ ধন্যবাদ আপনাকে।
রাইসা অর্পাঃ আপনাকেও ধন্যবাদ, ডেইলি টাইমস নিউজ' কে শুভকামনা।