সিজুর জুজু

সিজুর জুজু

মানপাচিত্র বাস্তবায়িত ৭দুগুণে১৪ সিরিজের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হচ্ছে জুজু। সিরিজের ক্রিয়েটিভ প্রোডিউসার হিসেবে ছিলেন অভিনেতা মনোজ প্রামাণিক এবং প্রযোজক হিসেবে ছিলেন শাহরিয়ার শাকিল। জুজু দীপ্ত টিভিতে প্রকাশের পর এখন বায়োস্কোপে দেখা যাচ্ছে কোনো সাবসক্রিপশন ছাড়াই।জুজুর নির্মাতা সিজু শাহরিয়ার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এ্যান্ড মিডিয়া বিভাগের ৩য় বর্ষের ছাত্র।

টিভি পর্দায় এটিই ছিলো তার প্রথম কাজ। এছাড়া তিনি বেশ কিছু শর্ট ফিল্ম এবং মিউজিক ভিডিও নির্মাণ করেছেন। তিনি বর্তমানে সিনেটাইল প্রোডাকশনে সহকারি পরিচালক হিসেবে কর্মরত আছেন। স্কুল জীবন থেকেই ছিলো ফিল্মের প্রতি ঝোঁক, আর সেই ইচ্ছা থেকেই গল্প পড়তে শুরু করেন। তারপর গল্প লেখা আর সেই গল্পগুলো স্ক্রিনে বলার ইচ্ছাতেই নির্মাণে এসেছেন সিজু শাহরিয়ার।