রোহিত শর্মা বলেন ওপেনারকে নিচে খেলানো পাগলের মত কাজ।
বাংলাদেশ ক্রিকেটে বিশ্বকাপ শুরুর আগে যে দুই সিনিয়র ক্রিকেটার উত্তাপ ছড়িয়েছেন তা সবারি যানা। তামিম ইকবাল ও সাকিব আল হাসানের দ্বন্দ্বের সময় উদাহরণ হিসেবে ভারতীয় খেলোয়ারদের কথাও এসেছে অনেকবার। এবং টাইগার অধিনায়ক সাকিব আল হাসান মাহেন্দ্র সিং ধোনি সাথেও রোহিত শর্মার উদাহরণ দেয় সাক্ষাৎকারে।
এবার ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার বলেন বিশ্বকাপ দল ঘোষণার সময় এক ভিডিও বার্তাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
যে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক সাকিব তার এক সাক্ষাৎকারে বলেন দলের প্রয়োজনে যে কেউ যেকোন পজিশনে খেলতে রাজি হতে হবে।
ওপেনারকে দলের প্রয়োজনে নিচে খেলানো উচিত বলে মন্তব্য করেন সাকিব। উদাহরণ হিসেবে ভারতের রোহিত শর্মার ক্যারিয়ার কথা বলেন শুরুর দিকে তিনি নিচে খেলে পরবর্তীতে ওপেনার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার গল্প বলেন। যদিও এবার ভারতীয় অধিনায়ক সম্প্রতি গণমাধ্যমকে জানান ওপেনারকে নিচে খেলানো পাগলের মত একটি কাজ।
ভারতের বিশ্বকাপ দল ঘোষণার দিন রোহিত বলেন যে, ব্যাটিং অর্ডারে নমনীয়তা জরুরী। এবং তাঁর মানে এই যে ওপেনারকে সাত নম্বরে নামিয়ে ব্যাটিং করতে পাঠিয়ে দিবো বা হার্দিক পান্ডিয়া কে দিয়ে ওপেন করাবো। এমন টা না শিখর ধাওয়ান ও রোহিত শর্মা সাত বছর ধরে ওপেনিং খেলে, এবং কোহলি তিন নম্বরে খেলে। চার-পাচ নম্বরে নতুন প্লেয়ারা আসবে তাদেরকে যে কোনো জায়গায় খেলার প্রস্তুতি থাকতে হবে বলেন রোহিত।
রোহিত আরো বলেন, যে কয়েক বছর লক্ষ্য করলে দেখবেন ওয়েনিংয়ে খেলে ওপেনংয়েই খেলছেন, তিন নম্বরে যে খেলে সে সেখানেই থাকে। তবে পাঁচ নম্বরে কে এল রাহুল খেলে, হার্দিক ৬ এবং জাদেজা সাতে খেলে। এবং কখনো যদি চার ও পাঁচে উপর নীচ করা হয় তাতে সমস্যার নাই। এইটুক নমনীয়তা থাকতেই হবে। তবে আমরা যখন নতুন ছিলাম তখন আমরা এসব জায়গায় ব্যাট করেছি। তার মানে এই না যে ওপেনিংয়ে খেলে তাকে ৮ নাম্বার পাঠাবো আর যে আটে খেলে তাকে ওপেন করতে পাঠাবো। এমনটা পাগলের মত কাজ আমরা করি না।