তুরস্কের বিস্ময়কর ড্রোন কিনছে আলবেনিয়া

তুরস্কের বিস্ময়কর ড্রোন কিনছে আলবেনিয়া

তুরস্ক থেকে বায়রাক্তার টিবি-২ মডেলের ড্রোন কিনতে যাচ্ছে এবার আলবেনিয়া। এজন্য বাজেটও বরাদ্দ করে দিয়েছে সেদেশের সরকার। টিআরটি ওয়ার্ল্ডের জানায়, ড্রোন ক্রয়ে দেশটির পার্লামেন্ট অতিরিক্ত ৯.৭ মিলিয়ন ডলার বাজেটের অনুমোদন দিয়েছে। তাছাড়া তুর্কী বায়রাক্তার ড্রোন ক্রয়ের উদ্দেশ্যে আলবেনিয়া প্রধানমন্ত্রী এডি রামার নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল গত মাসে তুরস্ক সফর করে এবং ওই প্রযুক্তির ড্রোনের মাধ্যমে তাদের দেশকে সুরক্ষিত করার বিষয়ে আলাপ-আলোচনা করে।

প্রসঙ্গত, আমেরিকা ও ইউরোপীয় দেশগুলির অস্ত্র নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে বিগত দশকে তুরস্ক তাদের ড্রোন প্রযুক্তিতে ব্যাপক উন্নয়ন সাধন করে। তাদের ড্রোন সিস্টেমের উপর ইউরোপীয় ইউনিয়ন কিছু নিষেধাজ্ঞা আরোপ করলেও পোল্যান্ড তা অগ্রাহ্য করে বায়রাক্তার টিবি-২ (১) মডেলের বেশকিছু ড্রোন ক্রয় করে। ইউরোপিয়ান কাউন্সিলের বৈদেশিক সম্পর্ক বিভাগের (ইসিএফআর) এক সিনিয়র পলিসি ফেলো ও বিশ্লেষক সম্প্রতি তুর্কী বায়রাক্তারের সাফল্যে চিন্তিত হয়ে পড়েন।

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন, আর্মেনিয়া-আজারবাইজান সংঘাতে আজারী ও তুর্কীদের দ্বারা পরিচালিত ড্রোন যুদ্ধের সাফল্য ইউরোপের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে।