জমে উঠেছে রাজশাহীর সবচেয়ে বড় আমের মোকাম

আমের রাজধানী যদি বলা হয়ে থাকে তাহলে রাজশাহীকে বলা হবে তবে পুঠিয়া উপজেলার বানেশ্বরকে বলা হবে এর বাণিজ্যিক রাজধানী। রাজশাহীতে আমের সবচেয়ে বড় মোকাম এখানকার সড়ক-মহাসড়ক ছাপিয়ে আমের বাজার ছড়িয়ে পড়েছে অনলাইনেও। অনেকে অনলাইনেও আম বিক্রি করেন।
গত মঙ্গলবার গোপালভোগ আম বাজারে আসার পর দিয়েও বানেশ্বর মোকাম জমজমাট হয়ে উঠছে। এর আগে ১০ দিন ধরে গুটি আম বিক্রি হয়েছে।
আমপঞ্জিকা অনুসারে, রাজশাহীতে ৪ মে থেকে গুটি আম পাড়া শুরু হয়। এবং গোপালভোগ ১৫ মে পাড়া শুরু হয়েছে। লক্ষণভোগ বা লখনা ও রানীপছন্দ ২০ মে এবং হিমসাগর বা ক্ষীরশাপাতি ২৫ মে থেকে বাজারজাত করা শুরু কথা অন্যান্য জাতের আম অনেক পরে আসবে বাজারে। কয়েকজন চাষি বলেন, গোপালভোগ ১৫ মের আগেই বাগানে পেকেছে। তখন অল্প করে তাঁরা স্থানীয় বাজারে ছেড়েছেন। ১৬ মে থেকে পুরোপুরি বাজারে আনছেন। অনলাইনেও বিক্রি করছেন।
গত শুক্রবার বানেশ্বর বাজারে গোপালভোগ এনেছিলেন স্থানীয় চাষি আনোয়ার হোসেন। তিনি বলেন, বাগানে আগেই পাকায় তিনি আম এনেছেন। আম পাকা কি না, তিনি ক্রেতাদের ছুড়ি দিয়ে আম কেটে দেখান। স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা জানান, বানেশ্বর বাজার থেকে দেশের সব জায়গায় আমের চালান যায়। এখানে দিনে কয়েক শ মণ আম বেচাকেনা চলে। টাকার অঙ্কে তা কয়েক কোটি। দিনে চাষিদের কাছে আম কিনে রাতে ট্রাকে করে চলে যায় বিভিন্ন এলাকায় নিয়ে আসে।
বানেশ্বর বাজারের আমব্যবসায়ী দেলোয়ার হোসেন বলেন, এ বাজারে তিনি দিনে ৫০ মণের বেশি আম বেচাকেনা করেন। তাঁর মতো এখানে শ দুয়েক ব্যবসায়ী আছেন। সে হিসাবে গড়ে এখানে দিনে ১০ হাজার মণ আম বিকিকিনি হয়। ২ হাজার টাকা মণ হিসাবে টাকার অঙ্কে তা দুই কোটি। অনলাইনেও তাঁর আমের ব্যবসা রয়েছে।
সম্প্রতি গিয়ে দেখা যায়, মহাসড়কের ধার দিয়ে বসেছে পরিচিত বানেশ্বর আমবাজার। চাষিরা ভ্যানে করে আনছেন আম। ভ্যানে থাকতেই পাইকারেরা দর করছেন। মানভেদে গুটি আম প্রায় ১৩শ থেকে ১৫শ, গোপালভোগ ১৫শ থেকে ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে। পুঠিয়ার আজমত হোসেন এসেছিলেন প্রায় ২০ মণ গোপালভোগ নিয়ে। তিনি বলেন, তাঁর বাগানে আরও আম রয়েছে। প্রথম দফায় ২০ মণ এনেছেন। আরও আনবেন।
ক্রেতা-বিক্রেতারা জানান, গতবারের তুলনায় এবার আমের দাম কিছুটা কম। গত বছর মৌসুমের শুরুতে গোপালভোগ প্রতি মণ ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা দরে বিক্রি হয়েছে। তবে এবার ভালো মানের আম ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৯০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। বানেশ্বর আমবাজারের ইজারাদার আবুল কালাম আজাদ বলেন, এখনও তেমন উন্নতমানের আম বাজারে আসেনি। তাই দাম কিছুটা কম। তবে বাছাইকৃত আমের মণ সর্বোচ্চ ২০০০ টাকা বিক্রি হচ্ছে। ধীরেধীরে অন্য জাতের আম আসলে এ বাজার পুরোপুরি জমে উঠবে।