ফিরে দেখা জামালপুর কোর্ট স্টেশন ক্যাম্পপুর থেকে কম্পপুর এর ইতিহাস

ফিরে দেখা জামালপুর কোর্ট স্টেশন ক্যাম্পপুর থেকে কম্পপুর এর ইতিহাস

অত্যাচারী ইংরেজ শাসক ও তাদের রাজস্ব আদায়কারী কর্মচারীদের বিরুদ্ধে বাংলা ও বিহারের বিস্তীর্ণ অ্ঞ্চল জুড়ে গরিব হিন্দু- মুসলমান চাষীরা বিদ্রোহ করেন । তাদের নেতৃত্ব দিয়েছিলেন সন্ন্যাসী ও ফকিররো ।প্রধান নেতাদের মধ্যে ছিলেন : ফকির মজনু শাহ , ভবানী পাঠক , দেবী চৌধুরানী , মুছা শাহ চেরাগ আলী , কৃপানাথ প্রমুখ । ময়মনসিংহ , জামালপুর ও ঢাকা জেলা সহ উত্তরবঙ্গ জুড়ে এই বিদ্রোহ অব্যাহত থাকে ১৭৬০- ১৮০০ সাল পর্যন্ত । জাফর শাহী পরগনায় (বর্তমান জামালপুর শহর ও সংলগ্ন এলাকা ) এক সময় জামালপুর শহর সহ আশেপাশের এলাকার নাম ছিলো সন্ন্যাসী গঞ্জ । জামালপুর এলাকায় সন্ন্যাসীর চর সন্ন্যাসীর ভিটা ইত্যাদি এখনো সন্ন্যাসি বিদ্রোহের স্মৃতি বহন করছে ।

ব্রক্ষপুত্র নদীর দুই তীরে ছিল্ সন্ন্যাসীদের আস্তনা । এই আস্তানা ধ্বংস করতেই ইংরেজরা জামালপুর শহরে ফৌজদারী মোড়, ডিসি অফিস, জেলখানা, পাথালিয়া গ্রাম বর্তমান জামালপুর কোর্ট স্টেশন এলাকা ঝিনাই নদী পর্যন্ত এলাকা জুড়ে প্রতিস্ঠা করেছিলেন সেনানিবাস বা ক্যাম্প ।বর্তমান জামালপুর জেলাখানা ছিলো ইংরেজ সেনাদের অস্ত্রাগার ।ক্যাম্প থেকে এলাকার নাম হয় ক্যাম্পপুর । বর্তমানে এলাকার নাম কম্পপুর নামে পরিচিত ।কম্পপুর এলাকায় ঝিনাই নদীর ঘাটটি ছিলো কয়লার ঘাট নামে পরিচিত । কলিকাতা থেকে জাহাজ বোঝাই কয়লা আসতো এই ঘাটে । ইংরেজ সেনাদের নদী পথে জাহাজে করে কলিকাতা যাওয়ার এক মাত্র ঘাট ছিলো এই ঝিনাই নদীর ঘাট । ১৯১১ সালে ময়মনসিংহ থেকে উত্তরবঙ্গ যোগাযোগের জন্যা বাহাদুরঘাট পর্যন্ত রেললাইন সম্প্রসারিত হলে কম্পপুর এলাকায় ঝিনাইব্রিজ ও জামালপুর কোর্ট স্টেশন গড়ে উঠে ।তখন জামালপুর রেল স্টেশনের নাম ছিলো সিংহজানী রেল স্টেশন ।

একসময় এখানে লোকাল ট্রেনগুলো থামতো মালামাল উঠানামা, যাত্রীদের পদচারনায় এলাকাটি ছিলো জনকোলাহলপুর্ণ । বগুড়া সারিয়াকান্দি সিরাজগঞ্জের কাজিপুর এবং গায়বান্ধার লোকজন নদী পার হয়ে এখানে আসতো ময়মনসিংহ এবং ঢাকা যাওয়ার জন্য। আবার আগত যাত্রীরা ট্রেন থেকে নেমে নৌপথে চলে যেত । বর্তমানে রেল স্টেশনটি কর্মচারি শুন্য অকেজো অবস্থায় পড়ে আছে ।এভাবেই কালের বিবর্তন এবং রেলওেয়ের বিকেন্দ্রীকরণ এর জন্য জামালপুর তথা বৃহত্তর ময়মনসিংহ যেমন বেশ কয়েকটি ট্রেন হারিয়েছে তেমনি অনেক ঐতিহাসিক স্টেশন আজ মৃতপ্রায়।